ডিটেনশন ক্লাস : প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই প্রতিদিন বাড়ির পড়া ও লেখা সম্পন্ন করে বিদ্যালয়ে আসতে হবে। কোন বিষয়ের পড়া না পারলে বা বাড়ির লেখা লিখে না আনলে শ্রেণি শিক্ষক সতর্ক করবেন। তথাপি উন্নতি পরিলক্ষিত না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ছুটির পর ডিটেনশন ক্লাসে আটকে রেখে পড়া ও লেখা আদায় করা হবে।
মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষ : বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এই ধারণাকে সমৃদ্ধ এবং গবেষণাধর্মী করার জন্য মাল্টিমিডিয়া ক্লাস রুমের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে শিক্ষার্থী একদিকে যেমন আনন্দের সাথে শিক্ষাগ্রহণ করবে অন্যদিকে তাদের জীবনের সাথে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পৃক্ততা বাড়বে।
বিজ্ঞানাগার : অত্র কলেজে বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক যন্ত্রপাতি সজ্জিত ও সমৃদ্ধ বিজ্ঞানাগার রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের প্রভাষকমন্ডলী ও প্রদর্শকের প্রত্যক্ষতত্ত্বাবধানে পরীক্ষা কার্য সম্পাদন করা হয় এবং পাঠ্যক্রম অনুযায়ী ব্যবহারিক বিষয়ে পাঠদান করা হয়।
গ্রন্থাগার : জ্ঞানার্জন ও মেধা বিকাশে লাইব্রেরি/গ্রন্থগার যথেষ্ট ভূমিকা রাখে। আর এ লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে একটি লাইব্রেরি। ছাত্র-ছাত্রী ওপ্রভাষকমন্ডলীর চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ বই ছাড়াও বিভিন্ন গবেষণামূলক ও মননধর্মী বই রয়েছে। শিক্ষার্থীরা প্রয়োজনেএখানে বসে পড়াশোনা করতে পারে।
কম্পিউটার ল্যাব : একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও প্রযুক্তিগত উৎকর্ষের এই যুগে ছাত্র-ছাত্রীদের বিশ্বের সাথেতাল মিলিয়ে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য অত্র কলেজে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। অভিজ্ঞ ওপ্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার প্রভাষক দ্বারা কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের যতেœর সাথে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস করানোর ব্যবস্থা।
বৈশিষ্ট্য: